নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি, ত্যাগী ও আদর্শিক ছাত্রনেতা কবির হোসেন পলাশের ১২তম হত্যাবার্ষিকী গভীর আবেগ, ভালোবাসা ও শ্রদ্ধার আবরণে পালিত হয়েছে। বারো বছর পেরিয়ে গেলেও পলাশকে হারানোর সেই দিনের ক্ষত আজও শুকায়নি-সহকর্মীদের চোখে মুখে তাই ছিল স্মৃতিমাখা বিষাদের ছায়া।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিনের শুরুতেই যশোর শহরের কারবালাস্থ পলাশের কবর জিয়ারতের মধ্য দিয়ে স্মরণ অনুষ্ঠান শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির (খুলনা বিভাগীয়) ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরানসহ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নেতাকর্মীদের দীর্ঘ সারি, পলাশকে স্মরণ করে আবেগঘন মুহূর্ত-সব মিলিয়ে কারবালা এলাকায় সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ।
এদিকে পরিবারের পক্ষ থেকে দুপুরে যশোর উপশহরস্থ জামিয়া শামসুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত হয় কোরআন খতম, দোয়া মাহফিল এবং শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজ। হাফেজ মোহাম্মদ জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত দোয়ায় পলাশের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ৯ ডিসেম্বর যশোর শহরের ঈদগাহ মোড়ে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলায় নির্মমভাবে নিহত। সাহস, আদর্শ ও নিষ্ঠার জন্য তিনি ছিলেন সহকর্মীদের কাছে অনুকরণীয়। তাঁর মৃত্যুতে এলাকায় যে শোকের ছায়া নেমে এসেছিল, আজও সেই ব্যথা ভুলতে পারেনি কেউ। প্রতি বছর এই দিনটি তাই স্মরণে পরিণত হয় পলাশের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও ন্যায়বিচারের প্রত্যাশার অনুরণনে।
