নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে যশোরে নারীদের প্রীতি বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল গ্রাউন্ডে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় কাজল স্মৃতি সংঘ ও স্বপ্নসাথী বন্দর স্পোর্টিং ক্লাব। যশোর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ম্যাচটি ২৮-২৮ পয়েন্টে ড্র হয়। ম্যাচে ব্যক্তিগতভাবে স্বপ্ন সাথীর খেলোয়াড় ঝুমুর ১৮ ও কাজল স্মৃতি সংঘের মৌশি ২০ পয়েন্ট অর্জন করেন।
খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান দুই দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খানম। জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সায়েদা বানু শিল্পীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক আকসাদ সিদ্দিকী শৈবাল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য লুৎফুন্নেছা প্রমুখ।