নিজস্ব প্রতিবেদক
যশোরে ৯০ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় এক নারী মাদক বিক্রেতাসহ চারজনকে আটক করা হয়েছে। তারা হচ্ছেন, যশোর শহরের রেলগেট (পশ্চিমপাড়া) এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে শহীদুল ইসলাম, তার স্ত্রী জোসনা বেগম, একই এলাকার রুস্তম আলীর ছেলে সাইফুল ইসলাম ও পুরাতন কসবা (ঢাকা রোড ঘোষপাড়া) এলাকার রবিউল ইসলাম বাবুর ছেলে ইকরাম মন্ডল। তাদের বিরুদ্ধে মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে। রোববার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্র মতে, এএসআই ইমদাদুল হকের নেতৃত্বে একটি টিম ৬ মে বিকালে গোপনসূত্রে খবর পেয়ে শহরের এমএম কলেজের দক্ষিণ পাশে রোজা টেলিকমের সামনে অভিযান চালিয়ে শহীদুল ইসলাম ও সাইফুল ইসলামকে আটক পরে। তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শহীদুল ইসলামের স্বীকারোক্তি মোতাবেক তার স্ত্রী জোসনা বেগমের কাছ থেকে আধাকেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। অপরদিকে, পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ৬ মে বিকেলে শহরের পুরাতন কসবা ঢাকা রোড ঘোষপাড়া গ্রামের জনৈক রবিউল ইসলাম বাবু মন্ডলের বাড়ির পূর্বপাশের গলির রাস্তার উপর থেকে ইয়াবা বেচাকেনার অভিযোগে ইকরাম মন্ডলকে আটক করে। ইকরাম মন্ডলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
