নিজস্ব প্রতিবেদক: যশোরে সিএমএসএম ও নারী উদ্যোক্তাদের ঋণ বিনিয়োগ বিতরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার যশোরের একটি হোটেলের কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার আয়োজন করে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক।
ব্যাংকের এসএমই বিভাগের প্রধান সঞ্জীব কুমার দে’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনার নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক খুলনার উপ মহা-ব্যবস্থাপক শেখ শাহরিয়ার রহমান, সোনালী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক বিবেন্দ্য দাস, বিসিক যশোরের উপ মহাব্যবস্থাপক গোলাম হাফিজ পাভেল, নাসিবের সভাপতি সাকির আলী প্রমুখ।
কর্মশালায় জেলার ৫০ জন নারী উদ্যোক্তা এবং বিভিন্ন ব্যাংকের ৪৫ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল নারী উদ্যোক্তাকে সর্ব নিম্ন ২ লাখ টাকা করে ঋণ দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়।