কল্যাণ ডেস্ক
যশোরে নারীর ছদ্মবেশে থেকে অপরাধের সাথে জড়িত অভিযোগে কয়েক যুবকের বিষয়ে খোঁজখবর নেওয়ায় দৈনিক লোকসমাজের প্রধান ফটো সাংবাদিক হানিফ ডাকুয়াকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
এ ঘটনায় শনিবার ফটো সাংবাদিক হানিফ ডাকুয়া পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ফটো সাংবাদিক হানিফ ডাকুয়ার অভিযোগ, যশোরের আরবপুর এলাকার আরিফ ও মেহেদী দুই যুবক নারীর ছদ্মবেশে শহরের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন। তারা ছিনতাই এবং অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত।
এদের নেতৃত্ব দেন মাহি নামে পরিচিত বেজপাড়ার এক যুবক। এদের অপরাধ সংক্রান্ত বিষয়ে তিনি খোঁজখবর নিচ্ছেন।
বিষয়টি তারা জানতে পেরে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গাড়িখানা রোডের পুলিশ প্লাজার মেলার গেটে দেখতে পেয়ে গালিগালাজ করেন। তারা তাকে প্রাণনাশেরও হুমকি দেন। এ কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
