নিজস্ব প্রতিবেদক
যশোরে টাটা গাড়ির গ্রাহকদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টাটা মটরসের বাংলাদেশের পরিবেশক নিটল-নিলয় মোটরসের আয়োজনে মঙ্গলবার শহরের ঢাকা রোডে অবস্থিত নিটল-নিলয় আর্কেড সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন নিটল-নিলয় মটরসের সেলস অ্যান্ড মার্টেটিং বিভাগের সিইও তানবীর শহীদ, যশোর জেলা আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি ও ঈগল পরিবহনের চেয়ারম্যান পবিত্র কাপুড়িয়া, টাটা মটরস বাংলাদেশের অ্যাসিসটেন্ট কান্ট্রি ডিরেক্টর শুভজিত সোম, নিটল-নিলয় মটরসের স্থানীয় পরিবেশক সৌমেন মন্ডল রাজু ও প্রোডাক্ট প্রেসিডেন্ট বিএম মুরাদ হোসেন। এই সময় উপস্থিত ছিলেন প্রোডাক্ট প্রেসিডেন্ট এনায়েন হোসেন বিপ্লব, জাফর উল্লাহ এবং এরিয়া প্রেসিডেন্ট খন্দকার আবুল বাশার সুজন প্রমুখ।
