নিজস্ব প্রতিবেদক
যশোরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দিবস। এ উপলক্ষে বেলা এগারটায় কালেক্টরেট সভাকক্ষে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব। সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, নাসিব যশোরের সভাপতি সাকের আলী, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা গ্যাস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এ কে এম শামসুল কাদের, জ্বালানি তেল পরিবেশক সমিতি যশোরের সাধারণ সম্পাদক মাহবুব আলম লাভলু।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, হানিফ ডাকুয়া, বড় বাজার মুরগি ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, খাসির মাংস ব্যবসায়ী মোহাম্মদ রাসেল, গরুর মাংশ ব্যবসায়ী নাসির হোসেন, বেকারী মালিক সমিতির সভাপতি শফিকুর রহমান প্রমুখ।
সভায় মাংস ব্যবসায়ীরা মূল্য বৃদ্ধির জন্য খাদ্যের দাম বৃদ্ধি ও সরবরাহ কমের কথা বলেন। এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির জন্য গ্যাস ব্যবসায়ীরা বলেন, সরকার নির্ধারিত মূল্যে ১৪২২ টাকা হলেও পরিবেশকদের কাছ থেকে তাদের কিনতে হচ্ছে ১৪৭০ থেকে ১৫০০ টাকা করে। সে কারণে সরকার নির্ধারিত মূল্যে তারা বিক্রি করতে পারছেন না। মাংস বিভিন্ন শ্রেণিতে ভাগ করে বিভিন্ন দামে বিক্রি না করে এক দামে বিক্রির নির্দেশনা দেয়া হয় সভা থেকে।
যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ব্যবসায়ীদের সংযমের মাসে অধিক মুনাফার আশা পরিহার করে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে অনুরোধ জানান। একই সাথে নিয়মিত বাজার তদারকিসহ অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
পরে যশোর কালেক্টরেট চত্বরে বেলুন ফেস্টুন উড়িয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দিবসের উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার
অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।