নিজস্ব প্রতিবেদক
যশোরে স্বল্প মূল্যে মান সম্পন্ন নিরাপদ হেমোডায়ালাইসিস চিকিৎসার উপর বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আফজালীয়া স্টেট সোনার বাংলা ফাউন্ডেশন কিডনি ডায়ালাইসিস সেন্টার শুক্রবার সন্ধ্যায় শহরের একটি হোটেলে এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে মূল আলোচক ব্রিজ অফ লাইফের সিনিয়র প্রযুক্তিগত অপারেশনাল পরিচালক মিস্টার ক্রিস্টোফার-ই-অ্যাটওয়াটার অনুষ্ঠানের শুরুতে নিরাপদ হেমোডায়ালাইসিস চিকিৎসার গুরুত্ব প্রজেক্টরে উপস্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন আফজালীয়া স্টেট সোনার বাংলা ফাউন্ডেশন কিডনি ডায়ালাইসিস সেন্টারের পরিচালক যশোর মেডিকেল কলেজের অর্থপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার জহুরুল ইসলাম, সাবেক অধ্যাপক ডাক্তার সৈয়দ জিজিএ কাদরী, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার ওবায়দুল কাদির উজ্জল, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবাশীষ দত্ত, ডাক্তার হাচান মাহমুদ কাজল, আফজালীয়া স্টেট সোনার বাংলা ফাউন্ডেশন কিডনি ডায়ালাইসিস সেন্টারের সহকারী পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ।
