নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার শুরু হয়েছে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও জাদু বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা। শিল্পাঙ্গন ও কৃষ্টিবন্ধন এর যৌথ আয়োজনে দুই বাংলার সাংস্কৃতিক মেলবন্ধন শীর্ষক এই কর্মশালায় ভারতের কোলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পী কাজী কামাল নাসের, নৃত্য শিল্পী সুশীল সাহা, বিশিষ্ট বাচিক শিল্পী কাজল সুর এবং জাদু শিল্পী সুভাষ চক্রবর্তী প্রশিক্ষণ দিচ্ছেন। এতে ১০৫ ছেলে মেয়ে অংশ নিচ্ছেন। এর মধ্যে নৃত্যে ৪০ জন, সঙ্গীতে ২৫ জন, আবৃত্তিতে ২৫ এবং জাদু শিল্পে ১৫ জন। আজ সন্ধ্যায় সনদ প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মশালা সম্পন্ন হবে।