নিজস্ব প্রতিবেদক
যশোরে পবিত্র শবে মিরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে শনিবার বাদ এশা শহরের রেলগেট জামে মসজিদে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক মো. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মেহেদি হাসান কুতুব।
এছাড়াও উপস্থিত ছিলেন শহরের রেলগেট জামে মসজিদের সভাপতি কাজী শহিদুল হক (শাহীন), খতিব হাফেজ মিজানুর রহমান প্রমুখ।
