নিজস্ব প্রতিবেদক :
যশোর শহরের দড়াটানা এলাকা থেকে শনিবার সন্ধ্যায় রিকশা থেকে সাবমার্সিবল পাম্প চুরি করে ইজিবাইকে তুলে পালানোর সময় জুয়েল রানা নামে এক চোরকে ধাওয়া করে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। তিনি যশোরের সদর উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। এ ঘটনায় শনিবার দিবাগত গভীর রাতে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেন সাবমার্সিবল পাম্পের মালিক যশোর শহরের আরএনরোড নলডাঙ্গা রোডের আবুল হাশেমের ছেলে ইমরান হোসেন ওরফে রানা। মামলায় আসামি করেছেন, গ্রেফতারকৃত জুয়েল রানাসহ অজ্ঞাতনামা ২/৩জন।
মামলায় বাদী বলেন, তার শহরের আরএন রোডস্থ রানা পার্টস সেন্টার নামক তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তার ব্যবসা প্রতিষ্ঠান হতে ১৫ হাজার ৮শ’ টাকা মূল্যের সাবমার্সিবল পাম্পের মটরসহ যন্ত্রাংশ অটোভ্যান চালক শহরের রেলরোডের আকবর হোসেন এর ভ্যান তুলে দিলে পাঁচবাড়ীয়া গ্রামে যাওয়ার জন্য শনিবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে শহরের দড়াটানা মোড় নামকস্থানে পৌছালে তার ভ্যানের পিছন থেকে জুয়েল রানা কৌশলে মোটরটি চুরি করে তার ইজিবাইকে উঠিয়ে নেয়। তখন ভ্যান চালক আকবর জুয়েল রানাকে দাঁড়াতে বলে। জুয়েল রানা দ্রুত ইজিবাইক চালিয়ে বড় বাজারের ভিতরের দিকে যেতে থাকে। ভ্যান চালক তার পিছু ধাওয়া করে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে শহরের কাঠের পোল মাংশ বাজারস্থ মসজিদের বিপরীত পাশে জনৈক বাসুদেব নাথের মুদি দোকানের সামনে জুয়েল রানাকে ইজিবাইক ও চুরি করা সাবমার্সিবলসহ আটক করে।