নিজস্ব প্রতিবেদক
পিকেএস-পরিবার কল্যাণ সমিতি যশোর কর্তৃক ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সহায়তায় রোববার প্রাথমিক চক্ষু সেবা সংক্রান্ত একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠান যশোরের সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা।
বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক। এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পিকেএস এর সহ-সভাপতি একরাম-উদ-দ্দৌলা, কোষাধ্যক্ষ খন্দকার মাহফুজুল হক ফারুক, স্বাস্থ্য সম্পাদক ডা. নাসিম রেজাসহ অন্যান্য মেডিকেল অফিসার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএস সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এএসএম জাফর সাদিক। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৬৩ উপজেলা স্বাস্থ্যকর্মী ও সিভিল সার্জন অফিসের কর্মচারীবৃন্দ। প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ে মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ তাদের প্রশিক্ষণ প্রদান করেন।