নিজস্ব প্রতিবেদক
যশোরে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ক্রিচিয়ান এইড ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় নাগরিক উদ্যোগের বাস্তবায়নে মতবিনিয়ম সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাস।
খুলনা বিভাগীয় সমন্বয়কারী রহিদুল ইসলাম সভাপতিত্বে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক ও মানবাধিকার পরিস্থিতি বিষয়ে ধারণাপত্র পাঠ করেন নাগরিক উদ্যোগের খুলনা বিভাগীয় সহকারী সমন্বয়কারী পলাশ দাস। বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান তুহিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ, সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুর রহমান মিলন, নাগরিক উদ্যোগ যশোরের প্রোগ্রাম অফিসার নাসিরুদ্দিন। মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন এডভোকেসি নেটওয়ার্ক সদস্য মিনা বিশ্বাস, সিএসও সদস্য পবিত্র রানী বর্মন, সিবিও সদস্য মনজ কুমার প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিজড়া, ট্রান্সজেন্ডার, দলিত ও আদিবাসী, কামার, কুমার, তাঁতী, জেলে, ক্ষৌরকার, মৃৎশিল্প, শুকর পালক, কলুসহ ক্ষুদ্র নৃ তাত্ত্বিক গোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাওয়ার পাশাপাশি, সমাজে পিছিয়ে পড়া ও অধিকার বঞ্চিত বিভিন্ন শ্রেণি-পেশার জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়নে কাজ করছে। শুধু সরকার নয়, সমাজের সবার সহযোগিতা নিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের ভাগ্য উন্নয়নে সবার ভূমিকা রাখার আহবান জানান বক্তারা। এছাড়া সভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠির আর্থ-সামাজিক ও মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন নাগরিক উদ্যোগের খুলনা বিভাগীয় সহকারী সমন্বয়কারী পলাশ দাস।
