নিজস্ব প্রতিবেদক
যশোরে পিস্তলসহ রাব্বিল হোসেন মানিক নামে এক সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে শহরের চাঁচড়া রায়পাড়া আলতাবের মোড় থেকে তাকে আটক করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটক রাব্বিল হোসেন শংকরপুর ইসহাক সড়কের হিরুজুল হকের ছেলে। ডিবির এসআই খান মাইদুল ইসলাম রাজিব জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ এপ্রিল গভীর রাতে চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে রাব্বিলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ৭.৬৫ পিঙ্গুল উদ্ধার করা হয়।