নিজস্ব প্রতিবেদক
যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা বাজার সংলগ্ন একটি পুকুর থেকে মাহমুদা সিদ্দিকা (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের পুকুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাহমুদা সিদ্দিকা স্থানীয় মাওলানা আইনুল হকের মেয়ে এবং একটি মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা রোহিতা ভান্ডারিমোড় এলাকার একটি মসজিদের ইমাম।
জানা গেছে, সোমবার দুপুরে বাড়ির পাশের একটি দোকান থেকে পাউরুটি নেওয়াকে কেন্দ্র করে মাহমুদাকে চুরির অভিযোগে মানসিকভাবে হেয় করা হয়। দোকানদার তার বইপত্র কেড়ে নেন। পরে খবর পেয়ে মাহমুদার মা শাহিনুর বেগম মেয়েকে প্রকাশ্যে জুতাপেটা করেন। এরপর মেয়েটি আর বাড়ি ফেরেনি।
মাহমুদার মা বলেন, আমি দোকানে গিয়ে সব শুনে ওকে জুতা দিয়ে মারি। পরে মেয়ে আমার সঙ্গে চলে আসে। কিন্তু এরপর ও বাড়িতে ঢোকেনি। রাতে খুঁজেও পাইনি।
সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, মঙ্গলবার দুপুরে আমার এক আত্মীয় পুকুরের মাঝখানে চুল ভাসতে দেখে। পরে আমরা গিয়ে লাঠি দিয়ে টেনে ঘাটে এনে দেখি একটি মেয়ের মরদেহ। পরনে শুধু কামিজ ছিল, পায়জামা ছিল না। পরে খবর পেয়ে পুলিশ এসে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, মেয়েটি হয়তো পুকুরে গোসল করতে নেমেছিল এবং সাঁতার না জানায় ডুবে গেছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন: ভৈরব নদ দখলমুক্তসহ পাঁচ দাবিতে মহাসড়কে অবস্থান কর্মসূচি ঘোষণা