নিজস্ব প্রতিবেদক
যশোরে ছেলের বউকে দফায় দফায় ধর্ষণের অভিযোগে শ্বশুর সেকেন্দার আলী (৬০) ওরফে সুন্দর আলীকে পুলিশ আটক করেছে। আটক সুন্দর আলী শহরের বকচর হুশতলা এলাকার বাসিন্দা। এঘটনায় পুত্রবধূ শুক্রবার (৯ জুন) রাতে মামলা করেন।
মামলায় তিনি বলেন, চলতি বছর ১২ মে আসামির ছেলের সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর স্বামী বাড়ি না থাকলে আসামি আমাকে খারাপ প্রস্তাব দিত। আমি প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় আমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য চাপ সৃষ্টি করতো। আসামি লালসা চরিতার্থ করার জন্য সুযোগ খুঁজতে থাকতো। এরই ধারাবাহিকতায় ১৭ মে আসামি আমার রুমের সামনে এসে ডাকাডাকি করতে থাকে। আমি স্বামীর ঘরে ঘুমিয়ে ছিলাম। আমি দরজা খুলে দিলে আসামি আমার মুখ চেপে ধরে স্বামীর বসতবাড়ির দোতলার নীচতলার ফ্লাটের সামনের রুমের মেঝেতে নিয়ে ধর্ষণ করে। আমি ভয়ে কাউকে কিছু বলতে পারিনি। এরপর ১৯ মে বিকেলে আমি আমার স্বামীর বাড়ির দোতলা বিল্ডিংয়ের নীচতলার রুমে খাটের উপর বসে থাকাকালীন আসামি হঠাৎ রুমের মধ্যে পিছন থেকে এসে আমাকে ধর্ষণ করে।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই শরীফ আল মামুন জানান, শুক্রবার রাতে হুশতলার বাড়ি থেকে সেকেন্দার আলী ওরফে সুন্দর আলীকে আটক করা হয়। এই দিন দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।