নিজস্ব প্রতিবেদক
যশোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন প্রকার মাদক দ্রব্যসহ ৭ জনকে আটক করেছে। ডিবি পুলিশ জানিয়েছে, গত ৩ মে সন্ধ্যা ৬টার দিকে বাঘারপাড়া ভিটাবল্লা গ্রাম থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। এরা হলো বাঘারাপাড়ার আদমপুর গ্রামের মৃত আব্দুল হামিদ শিকদারের ছেলে সেকেন্দার আলী (৩১) এবং ছাইবাড়িয়া গ্রামের রশিদ মোল্লার ছেলে মামুন পারভেজ (৩৬)।
অপর এক অভিযানে গত ৩ মে রাত ৮টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি থেকে একটি মোটরসাইকেল ও ২৫ বোতল ফেনসিডিলসহ বাবুল আক্তার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। বাবুল ঝিনাইদহের মহেষপুর উপজেলার মাটিলা মাঝপাড়ার মৃত আজিবার মন্ডলের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোর ক সার্কেলের উপ-পরিদর্শক সাইদুর রহমান জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পারভীন আজিম (৪১) নামে এক নারীকে আটক করা হয়। তিনি ওই এলাকার শাহাবুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া ।
কোতোয়ালি থানার এএসআই মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টার দিকে যশোর-বেনাপোল সড়কের পুলেরহাট বাজার থেকে এক কেজি গাঁজাসহ আকাশ মোড়ল (২৩) নামে এক যুবককে আটক করা হয়। তিনি শার্শা উপজেলার ধলদাহ গ্রামের ইমাম মোড়লের ছেলে।
নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল হাচান জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মুনসেফপুর গ্রাম থেকে আড়াইশ গ্রাম গাঁজাসহ রুবেল হাসান রাব্বি (২৩) নামে এক যুবককে আটক করা হয়। রাব্বি ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই হেললুজ্জামান জানিয়েছেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পুরাতন কসবা আব্দুল আজিজ রোড থেকে দেড়শ গ্রাম গাঁজাসহ জাহিদুল ইসলাম ওরফে বাটপার (৩৭) নামে এক যুবককে আটক করা হয়। তিনি কাজীপাড়ার মানিকতলা রফিক পুলিশের ভাড়াটিয়া মৃত হাসান সরদারের ছেলে।
