নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের গাড়িখানায় পুলিশ প্লাজার মেলার মধ্যে বার্মিজ চাকু নিয়ে জনমনে ভীতি ও আতংক সৃষ্টির অভিযোগে চার কিশোরকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে যশের কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। কসবা ফাঁড়ির এস আই হেলাল উজ্জামান ১০ জুন মামলা করেন। তারা হলো, বাগেরহাট জেলার মোল্লারহাট থানার শারুলিয়া গ্রামের বর্তমানে যশোর শহরের শংকরপুর (হারান কলোনী) এলাকার দাউদ হোসেনের ছেলে জিসান ওরফে ভাগ্নে জিসান, যশোর শহরের পোস্ট অফিসপাড়া সিভিল কোর্টের সামনে বর্তমানে শংকরপুর ভাঙ্গারিপট্টি এলাকার বকুল শেখের ছেলে শান্ত শেখ, ফরিদপুর জেলার ফুকরা গ্রামের বর্তমানে যশোর শহরের শংকরপুর (হারান কলোনী) এলাকার ফারুক তালুকদারের ছেলে হাসিবুল ইসলাম ও যশোর শহরের শংকরপুর আশ্রম রোড এলাকার ইউসুফ শেখের ছেলে গোলাম রাব্বি। এ সময় অজ্ঞাতনামা ২/৩ জন পালিয়ে যায়।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই হেলাল উজ্জামান জানান, শনিবার ১০ জুন সকালে শহরের দড়াটানা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন শহরের গাড়িখানা রোডস্থ পুলিশ প্লাজা নামক মেলার মধ্যে নাগলদোলা ও নৌকা রাইডসের পশ্চিম পাশে ফাকা জায়গায় কতিপয় উঠতি বয়সি যুবকেরা নিজেদের ক্ষমতার দাপট দেখানোর জন্য এলাকায় আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমাবেত হয়ে ত্রাস সৃষ্টি করছে। এ সংবাদের ভিত্তিতে সেখানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ চারজনকে আটক করা হয়। এ সময় তাদের সহযোগী অজ্ঞাতনামা ২/৩ জন কৌশলে পালিয়ে যায়। তাদের মধ্যে জিসান ওরফে ভাগ্নে জিসান ও শান্তর কাছ থেকে দুইটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
