নিজস্ব প্রতিবেদক :
যশোরে পুলিশ কন্সটেবল স্বামীর বিরুদ্ধে আদালতে যৌতুকের দাবিতে মারপিটের অভিযোগে মামলা করেছেন তার পুলিশ কন্সটেবল স্ত্রী। আসামি হেকমত আলী খুলনা সদর উপজেলার মির্জাপুর গ্রামের সাহেব আলীর ছেলে। মঙ্গলবার মামলাটি করেছেন তার স্ত্রী যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের ফসিয়ার রহমানের মেয়ে তানিয়া সুলতানা। তিনি চুয়াডাঙ্গা সদর থানায় কর্মরত। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন। বর্তমানে হেকমত চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় কর্মরত রয়েছেন।
মামলায় বাদী উল্লেখ করেন, গত বছরের এক এপ্রিল তাদের পারিবারিকভাবে তিনলাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের সময় বাদী পরিবারের পক্ষ থেকে বিভিন্ন মালামাল দেয়া হয়। বিয়ের পর থেকেই হেকমত পাঁচলাখ টাকা যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। টাকা না দেয়ায় প্রায় তাকে মারপিট করতে থাকে। এরমাঝে টাকা না দেয়ায় গত ১৯ জানুয়ারি তানিয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ২২ জানয়ারি তার একটি সন্তান জন্ম হয়। ২৪ জানুয়ারি হেকমতকে খবর দিলে যশোরের একটি হাসপাতালে আসে হেকমত। এসময় তানিয়ার পরিবারের পক্ষথেকে হেকমতকে এসব বিষয় ভুলে তানিয়েকে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু হেকমত পাঁচলাখ টাকা যৌতুক ছাড়া তানিয়াকে বাড়িতে নিয়ে যাবেনা বলে একই সাথে টাকা না দিলে অন্যথায় বিয়ে করার হুমকি দিয়ে চলে যায় হেকমত। বাধ্য হয়ে বাদী মঙ্গলবার আদালতে মামলা করেন।
