নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর সদর উপজেলা শাখার কাউন্সিল উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার যশোর শহরের লালদীঘি পাড়স্থ জেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি গৌতম কর্মকারের সভাপতিত্বে ও কমিটির সম্পাদক রবিন পালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি দীপংকর দাস রতন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি দুলাল সমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য, বাবলু দাস, কার্তিক পোদ্দার, স্বপন সরকার, বাবু দত্ত, আনন্দ সাহা, সঞ্জয় জোয়ারদার, প্রশান্ত সরকারসহ সদর উপজেলার ১৪ টা ইউনিয়ন কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ।
সভায় ৩ জানুয়ারি বেজপাড়া পূজা সমিতি মন্দিরে সদর উপজেলা কমিটির কাউন্সিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।
