নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ। শতভাগ অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের কল্যাণে কাজ করছে শেখ হাসিনার সরকার।
বুধবার দুপুরে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পূজা উদযাপন পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল এমন এক অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার যেখানে সব ধর্ম-বর্ণ ও জাতি গোষ্ঠীর মানুষ সমান অধিকার ভোগ করবে। সেই লক্ষ্য ও স্বপ্ন পূরণে বঙ্গবন্ধু যখন বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন ঠিক তখন তাঁকে সপরিবারে হত্যা হয়। তাঁর হত্যার পর সামরিক জান্তা জিয়াউর রহমান, স্বৈরশাসক এরশাদ ও পরবর্তীতে জামায়াত-বিএনপি জোট সরকার সংবিধানের মূল ৪ স্তম্ভ কেটে ছিড়ে সাম্প্রদায়িক শক্তির বীজ বপণ করেছেন। তিনি বলেন, শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় এসে পিতার স্বপ্ন পূরণে দেশকে অনেকখানি এগিয়ে নিয়েছেন। পিতার মতোই অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত-সম্মৃদ্ধ ও সম্প্রীতির সোনার বাংলা গড়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের এমপি মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসির উদ্দিন, যশোর পৌর মেয়র হায়দার গনী খান পলাশ, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য সাংবাদিক শ্যামল সরকার প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন-পূজা পরিষদ নেতা অসীম কুন্ডু, যোগেশ দত্ত, দীপংকর দাস ও তপন ঘোষ। সভা পরিচালনা করেন অধ্যক্ষ জয়ন্ত বিশ্বাস ও শ্রাবণী সুর।