নিজস্ব প্রতিবেদক
যশোরে পূর্ব শত্রুতার জেরে রুহুল আমিন (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় শহরের সিটি কলেজ পাড়ায়। তিনি নীলগঞ্জ সুপারিবাগান এলাকার বাসিন্দা।
আহত রুহুল আমিন জানান, বন্ধুরা মিলে বাসায় লিচু আনতে যাওয়ার পথে একই এলাকার শাহারাজ নামে এক যুবক পিছন থেকে ডাক দেয়। এসময় তার সাথে কথা বলতে গেলে পূর্ব শত্রুতার জেরে আচমকা ছুরিকাঘাত করে দ্রুত স্থান ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশংকা মুক্ত।