নিজস্ব প্রতিবেদক
যশোরে পূর্ব শত্রুতার জেরে মমতাজ বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে শহরের পূর্ব বারান্দী মাঠপাড়ায়। তিনি ওই এলাকার বাসিন্দা। এ বিষয়ে রোববার দুপুরে যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ করেছেন আহতের স্বামী দেলোয়ার হোসেন।
দেলোয়ার হোসেন অভিযোগে উল্লেখ করেন, শনিবার রাতে বাড়িতে স্ত্রী মমতাজ ব্যাতিত কেউ ছিলেন না। এই সুযোগে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার সাইফুল ইসলাম, শিমুল হোসেন, মনিরুজ্জামান ওরফে কষাই মনি, শ্যামলী বেগমসহ ৪/৫জন দরজা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করেন। তাদের হাতে থাকা লোহার রড ও ধারালো দা দিয়ে স্ত্রী মমতাজকে কুপিয়ে ও পিটিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশীদ জানান, তার মাথায় কোপানো ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ২৪ ঘণ্টা পার না হলে আশংকামুক্ত বলা যাবে না।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
