নিজস্ব প্রতিবেদক
যশোরে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে কোরবান আলী (৪৬) নামে এক ব্যক্তি জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে শহরের এম এম কলেজের দক্ষিণ গেট এলাকায়। তিনি এম এম কলেজ কলাবাগান এলাকার বাসিন্দা।
আহত কুরবান জানান, দীর্ঘদিন ধরে এম এম কলেজ কলাবাগান এলাকার তুহিন, অমিত, শিপনসহ ২/৩জন তার কাছে চাঁদা দাবি করে আসছিলো। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তাকে কুপিয়ে যখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক সামস্ জানান, তার শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে, অবস্থা আশঙ্কজনক।