নিজস্ব প্রতিবেদক
যশোরে পৃথক অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
ডিবি পুলিশের এসআই বিপ্লব সরকার জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের শংকরপুর বটতলার যশোর-বেনাপোল সড়কের পাশে আফরিন পেট্রোল পাম্পের সামনে থেকে (ঢাকা মেট্টো-গ-১১-৬৬৯১) একটি প্রাইভেটকার থামানো হয়। পরে ওই প্রাইভেটকার থেকে দুইজনকে আটক করা হয়।
তারা হলো, বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের কলোনীপাড়ার সাইদুল ইসলামের ছেলে ইকবাল হোসেন এবং জয়নাল আবেদীনের ছেলে ফারুক হোসেন। পরে ওই প্রাইভেটকার তল্লাশি করে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অপরদিকে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই একরামুল হুদা জানিয়েছেন, গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে শহরতলীর শেখহাটি কালীতলা এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ আল-আমিন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। সে সদর উপজেলার বাহাদুপুর হঠাৎপাড়ার আফসার গাজীর ছেলে।