নিজস্ব প্রতিবেদক
যশোরে পৃথক ঘটনায় দুইজন ছুরিকাঘাতপ্রাপ্ত হয়েছেন। আহতরা হলেন, শহরের আরবপুর মাঠ পাড়া এলাকার রিকশা চালক মদন বিশ্বাস (৪৫) ও উপশহর এলাকার মাসুদ হোসেন (২৮)।
আহত মদনের শ্যালক মাইকেল জানান, তার বোন জামাই পেশায় রিকশাচালক। শুক্রবার সন্ধ্যায় তিনি খালি রিকশা নিয়ে বাসায় ফিরছিলেন। এসময় একই এলাকার রিকশা চালক আনন্দ দাস স্ত্রী শিউলি দাস ও মেয়ে ইতি দাসকে নিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে আরবপুর মৎস্য ভবনের সামনে পাশের রাস্তা ভাঙ্গা থাকায় তাদের উভয়ের রিকশা গর্তে পড়ে। এতে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। পরে মদন সেখান থেকে ফিরে বাড়ির সামনে চায়ের দোকানে গেলে আনন্দ দাস তার ছেলে জয় দাস ও ভাগ্নে সমর দাসসহ ৫ থেকে ৬জন তাকে মারপিট ও ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এদিকে একইদিন সন্ধ্যায় উপশহর এলাকায় পূর্ব শত্রুতার জেরে মাসুদ হোসেন নামে যুবককে ছুরিকাঘাত করেছে স্থানীয় প্রতিপক্ষরা। আহত মাসুদ জানান, একই এলাকার সুমন ও কালুসহ কয়েকজন তাকে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তিনি রক্তাক্ত যখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এবিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি জেনেছি। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
									 
					