নিজস্ব প্রতিবেদক
যশোরে পৃথক চারটি স্থানে বোমার বিস্ফোরণ ঘটেছে। শনিবার রাতে যশোর শহর ও শার্শা উপজেলার বাগআঁচড়ায় এই বোমার বিস্ফোরণ ঘটে। তবে কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক দাবি করেছেন, বোমা নয় ইন্ডিয়ান বাজি ফুটিয়ে জনমনে আতংক সৃষ্টি করছে একটি সন্ত্রাসী চক্র।
এলাকাবাসী জানিয়েছেন, রোববার সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন বর্জন করেছে দেশের কয়েকটি রাজনৈতিক দল। পাশাপাশি আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিপরীতে স্বতন্ত্র প্রার্থীরা মাঠে সরব রয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের কাছে হেরে যাবে এমন আশংকায় নৌকা প্রতীকের প্রার্থীরা পেশি শক্তি ব্যবহার করছে বলেও অভিযোগ রয়েছে। ফলে আজ রোববার নির্বাচনের আগে শনিবার রাত থেকেই শুরু হয়েছে একটি অশুভ চক্রের তৎপরতা। তারই অংশ হিসেবে এদিন রাতে যশোর শহরের শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যায়ে তিনটি, রেল স্টেশন মাদরাসা রোডে তিনটি, ঘোপ মাহামুদুর রহমান স্কুলের সামনে দুইটি এবং শার্শা উপজেলার বাগআঁচড়ায় বোমার বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। বিস্ফোরণের শব্দ পেয়েই সেখানে ছুটে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচনে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নেমে কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সনাক্ত করতে চেষ্টা করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ এঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বলে জানা গেছে।
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেছেন, সন্ত্রাসী চক্র কয়েকটি ইন্ডিয়ান বাজি ফুটিয়েছে। যদিও বাজি ফুটিয়েছে তবুও তাদের সনাক্ত করার জন্য একাধিক টিম মাঠে কাজ করছে। সনাক্ত করা হলে নির্বাচনে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটরা তাদের শাস্তি দেয়ার ব্যবস্থা করবেন বলে জানা গেছে। আনসার ভিডিপি’র যশোর সহকারী জেলা কমান্ডিং অফিসার শফিকুল ইসলাম জানিয়েছেন, বাজির শব্দের সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিয়েছে।