নিজস্ব প্রতিবেদক
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতরা হলেন সদরের দাইতলা সন্যাসী বটতলা এলাকার মাসুদ রানা (৩৮), হৃদয় হোসেন (২৫), মঞ্জুরুল ইসলাম (২৪) ও মণিরামপুরের জামজামি গ্রামের এখলাস হোসেন (১৪)। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রত্যক্ষদর্শী উজ্জল হোসেন জানান, বুধবার বিকেলে এক মোটরসাইকেলে মাসুদ, হৃদয় ও মঞ্জুরুল দায়তলা সন্যাসী বটতলা থেকে ফতেপুরে সমাবেশে যাওয়ার জন্য রওনা হয়। পথিমধ্যে যশোর-নড়াইল রোডের দাইতলায় যশোরগামী একটি দ্রুতগামী লোকালবাস তাদেরকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এদিকে জামজামি গ্রামের এখলাস সদরের সতীঘাটায় তেল প্যাম্পের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশীদ জানান, অল্প সময়ের ব্যবধানে চারজনকে হাসপাতালে নিয়ে আসে। তারা শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন।