নিজস্ব প্রতিবেদক
যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহেদ হোসেন নয়নের বিরুদ্ধে দুই যুবককে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে শহরের শংকরপুর মুরগির ফার্ম গেট এলাকায় এ ঘটনা ঘটে।
শংকরপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা রেজাউল ইসলাম অভিযোগ করেন, এলাকার মেরাজ আলম অভ্র নামে এক যুবক শংকরপুর মুরগির ফার্ম গেট এলাকায় বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দরিদ্র ভোজের আয়োজন করেছেন। তিনি তাকে এ কাজে সহযোগিতা করছেন। এ কারণে ক্ষুব্ধ হয়ে দুপুর সোয়া ১টার দিকে পৌর কাউন্সিলর শাহেদ হাসান নয়ন তাকে চড় থাপ্পর মেরেছেন। ‘তুই লোকজন জড়ো করছিস’ এই কথা বলে তাকে মারধর করা হয়। এর পরপরই মেরাজ আলম অভ্রকে পেয়ে তাকেও চড় থাপ্পর মারেন পৌর কাউন্সিলর শাহেদ হোসেন নয়ন।
কোতোয়ালি থানা পুলিশের ওসি মো. তাজুল ইসলাম জানান, পৌর কাউন্সিলর নয়নের সাথে এলাকার দুই যুবকের কথা কাটাকাটি হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।
