নিজস্ব প্রতিবেদক
পূর্ব শত্রুতার জের ধরে যশোরে এক যুবকের ওপর প্রকাশ্যে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন আলিফ মোহাম্মদ আরাফাত (২৭) ও তার বাবা নূর এ আলম শাহিন। এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে আলিফ মোহাম্মদ আরাফাত জানান, গত ১৮ মার্চ ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৫টার দিকে পূর্ব বারান্দীপাড়া বটতলা এলাকায় আসামিরা তার পথরোধ করে হামলা চালায়। হামলাকারীরা রড দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে এবং মাথায় হেলমেট থাকা সত্ত্বেও গুরুতর জখম করে। এসময় তার বাবা ঠেকাতে এলে তাকেও মারধর করে আহত করা হয়।
আলিফ আরও অভিযোগ করেন, হামলাকারীরা তার কাছে থাকা ঈদের বাজারের ২৫,০০০ টাকা এবং ৫ আনা ওজনের একটি সোনার আংটি ছিনিয়ে নেয়। এসময় আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
আলিফ মোহাম্মদ আরাফাত জানান, অভিযুক্তদের মধ্যে হাসিব আল রাজি আলাউদ্দীন ওরফে হাসিব তার পূর্ব পরিচিত এবং তারা একই অফিসে চাকরি করেন। অপর অভিযুক্ত হাসিব আল রাজি লাল মাদকসেবী ও অস্ত্রধারী সন্ত্রাসী। তারা দীর্ঘদিন ধরে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
এই ঘটনায় আলিফ মোহাম্মদ আরাফাত ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, অভিযোগটি গুরুত্বের সাথে নেওয়া হয়েছে এবং তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।