নিজস্ব প্রতিবেদক
যশোর কালেক্টরেট স্কুলের ছোটদের পাঠচক্র অধ্যয়ন সভার দ্বিতীয় আবর্তনের শিক্ষার্থীদের নিয়ে নবম পাঠচক্র ও প্রতিবেশ অধ্যয়ন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল চারটায় শহরের নবকিশলয় স্কুলের প্রকৃতির পাঠশালায় পাঠচক্র আয়োজন করা হয়।
স্কুলসংলগ্ন পুকুর পাড়ে হিজলতলায় গোলপাতার ছাউনি দেয়া একটি ঘর। দোচালা ঘরের পেছনেই জলভরা পুকুর। ঘরের সামনের উন্মুক্ত প্রাঙ্গণে গ্রামীণ ঐতিহ্যের প্রতীক ‘পিঁড়ে’ দিয়ে সাঁজানো আছে। সেখানেই বসে ক্ষুদে শিক্ষার্থীরা প্রকৃতির সাথে একাকার হয়ে পাঠাস্বাদন করে।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ সম্পাদিত ‘সুকান্তের শ্রেষ্ঠ কবিতা’ গ্রন্থটি নিয়ে আলোচনা, পাঠ-প্রতিক্রিয়ার আয়োজন করে সপ্তাহে একটি বই পড়ির সংগঠনটি। ঝিরেঝিরে বৃষ্টিতে গোলপাতার ঘরের কাঠের বিছানায় গোল হয়ে বসে আলোচনা চলে। ফাঁকে ফাঁকে চলছে আবৃত্তি। এসময় প্রকৃতির সাথে মিশে এক অন্যরকরম মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সিনথিয়া জামান ফাল্গুনীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যয়ন সভার সমন্বয়ক সুমন রেজা। বইটি নিয়ে পাঠ-প্রতিক্রিয়া এবং অভিব্যক্তি প্রকাশ করেন অধ্যয়নসভার সদস্য সোহানী তাসনিম প্রকৃতি, জারিন তাসনিম অহনা, বিনীতা কুণ্ডু, আব্দুল্লাহ কবির, তাওফিকা আহমদ তোড়া, কানিজ ফারজানা লাইসা, শিহাব প্রমুখ। আলোচনায় করেন সপ্তাহে একটি বই পড়ির সমন্বয়ক কামরুজ্জামান, যশোর কালেক্টরেট স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, সপ্তাহে একটি বই পড়ি’র প্রতিষ্ঠাতা ও যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোরের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহ্জাহান কবীর। এসময় উপস্থিত ছিলেন প্রতিবেশ অধ্যয়ন আয়োজনে সহায়তাকারী সপ্তাহে একটি বই পড়ির সদস্য সুজন হোসেন, নুরুন্নবী, হামিদা হিমু ও স্বপ্না। আলোচনা শেষে বিগত পাঠপ্রতিক্রিয়ায় অংশগ্রহণকারী ১১জন শিক্ষার্থীর হাতে অনুপ্রেরণামূলক পুরস্কার তুলে দেয়া হয়।