নিজস্ব প্রতিবেদক
যশোরে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ৩ এক্স ৩ বাস্টেটবল টুর্নামেন্ট। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে, যশোর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও এপিক স্পোর্টস একাডেমির ব্যবস্থাপনায় শুক্রবার উদ্বোধন করা হবে টুর্নামেন্টের। তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতা শেষ হবে শনিবার।
প্রতিযোগিতার সবগুলো ম্যাচ জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। কোন কারণে আবহাওয়া অনুকূলে না থাকলে সে ক্ষেত্রে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে জিমনেসিয়ামে। আয়োজকদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিযোগিতায় পুরুষ বিভাগে অনূর্ধ্ব-১৬, ১৮ দলের পাশাপাশি সব বয়সের দল আলাদা আলাদা ভাবে অংশ নেবে। এছাড়া মহিলা বিভাগে অংশ নেবে চারটি দল।
অনূর্ধ্ব-১৬ দলগুলো হচ্ছে কেজিএস থান্ডার্সটম, চয়নিকা ক্রীড়া চক্র, ঈগল বাস্কেটবল ক্লাব, ব্রেইভ ওয়ারিয়ার্স ও ফোর বয়েজ। অনূর্ধ্ব-১৮ দল সমূহ হচ্ছে রিম গ্রেডিয়েন্টস, সুইস কাবাব, ১০০ কেজি সুইস ও চয়নিকা ক্রীড়া চক্র। সব বয়েসের দলগুলো হলো মাগুরা ওয়ারিয়ার্স, পারলা বাস্কেটবল স্কোয়াড, কেজিএস থান্ডার্রটম, জাস্ট ওয়ান, গোরাইয়া গাড়ী, আইইউ, বাস্কেটবল স্কোয়াড মাগুরা, থান্ডার্সটম, জাস্ট থ্রি, জাস্ট টু ও চয়নিকা ক্রীড়া চক্র।
মহিলা দল সমূহ রিপন অটোস স্পোর্টস একাডেমি, সালাউদ্দিন সিদ্দিকী মেমোরিয়াল অ্যাসোসিয়েশন, মকসেদ শফী স্মৃতি ফাউন্ডেশন ও জাস্ট ওমেন।
৩ এক্স ৩ বাস্কেটবল হচ্ছে হাফ কোর্ট বাস্কেটবল। যেখানে প্রত্যেক দলে চার জন করে খেলোয়াড় থাকবে। তবে ম্যাচে প্রত্যেক দলে খেলবে তিন জন করে।
২০০৭ সালে চীনেরর মাকাওতে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর গেমসে প্রথমবার ৩ এক্স ৩ বাস্কেটবলের আনুষ্ঠানিক আয়োজন শুরু হয়। এই টুর্নামেন্টটি সফল হয়, যার ফলে ২০১০ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত যুব অলিম্পিক গেমসে ৩ এক্স ৩ বাস্কেটবল অন্তর্ভুক্ত হয়। দুই বছর পর বিশ্বকাপের পাশাপাশি ওয়ার্ল্ড ট্যুরও শুরু করে, যা একটি আন্তর্জাতিক লীগ যেখানে বিশ্বের বিভিন্ন শহর প্রতিনিধিত্বকারী দলগুলি অংশগ্রহণ করে। ২০১৭ সালের ৯ জুন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ২০২০ টোকিও অলিম্পিকে ৩ এক্স ৩ বাস্কেটবল যোগ করার সিদ্ধান্ত ঘোষণা করে।