জ্যেষ্ঠ প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার জন্য প্রস্তুত হচ্ছে যশোর শামস-উল হুদা স্টেডিয়াম। ভেতরে-বাইরে ঘষা-মাজা শেষে রঙ-চঙের কাজ শুরু হয়েছে। স্টেডিয়ামের চারপাশের সড়ক সংস্কারের কাজ দ্রুতগতিতে এগিয়ে নেয়া হচ্ছে। সার্বক্ষণিক তদারকি করছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কর্মকর্তারাও নিয়মিত মাঠ পরিদর্শন করছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নতুন রূপে সাজছে স্টেডিয়াম। এটি হবে স্মরণকালের বৃহৎ মহাসমাবেশ। ৬ লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে নেতাকর্মীরা দিন-রাত সভা সমাবেশ করছেন বলে জানান মিলন।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহম্মেদ বলেন, মঙ্গলবার বেশকিছু ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়েছে। বিমানবন্দর সড়কে নির্মাণাধীন একটি তোরণ স্বেচ্ছায় সরিয়ে নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে পৌর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে স্টেডিয়ামের চারপাশের ভাঙা-চোরা সড়ক সংস্কারের কাজ দ্রুত এগিয়ে নেয়া হচ্ছে বলেও জানান এই প্রকৌশলী।
অন্যদিকে, প্রস্তুতি নিতে মঙ্গলবার সকালে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। প্রধান বক্তা ছিলেন যশোর সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদ। সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের কথা শোনার জন্য শেখ হাসিনা দেশব্যাপী জনসভা করবেন। আগামী ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী যশোর থেকে শুরু করবেন জনসভা। বক্তারা বলেন, এখন সাধারণ মানুষ শেখ হাসিনা ছাড়া আর কাউকে বিশ্বাস করে না। কেউ হাওয়া ভবনের নামে ছায়া সরকার দেখতে চায় না। শেখ হাসিনা সরকারের সময় সার ও বিদ্যুতের জন্য জীবন দিতে হয় না। দেশের প্রয়োজনে আমজনতা আবারো শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় আনতে উদগ্রীব বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। লেবুতলা, ইছালী, নওয়াপাড়া, উপশহর ও ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ কচি, সুখেন মজুমদার, স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী মিলন, লেবুতলা ইউপি চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, ফতেপুর ইউপি চেয়ারম্যান শেখ সোহবার হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ওসমান গণি, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাজেদুল হক রিপন, ইছালী ইউনিয়ন যুবলীগের নেতা শরিফুল ইসলাম, লেবুতলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শরিফুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কায়েস আহমেদ রিমু প্রমুখ।
এদিন বিকেলে পুলেরহাট বাজারে দেয়াড়া, আরবপুর ও চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজহার আলী মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা শরীফ খায়রুজ্জামান রয়েল, জেলা যুবলীগের সদস্য এসএম রবি সিদ্দিকী, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাফর ইকবাল, আরবপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মীর ফিরোজ ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সাঈদ সরদার।
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের দাবিতে একসঙ্গে আন্দোলন করবে গণতন্ত্র মঞ্চ ও বিএনপি