সংবাদ বিজ্ঞপ্তি
যশোরে প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে প্রাক কর্মসংস্থান উদ্বুদ্ধকরণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার আরআরএফ’র প্রধান কার্যালয়ের মিলনায়তনে দুই দিনের এ কর্মশালা শুরু হয়। সুইচকন্ট্রাক্ট বাংলাদেশের বাস্তবায়নে ও আরআরএফ এর আয়োজনে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুপ দাস।
আরআরএফ’র নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন- সুইচকন্ট্রাক্ট বাংলাদেশের কো-অর্ডিনেটর (ইমপ্লিমেন্টেশন) আশিকুজ্জামান, প্রশিক্ষণ কর্মকর্তা পারমিতা রায়। স্বাগত বক্তব্য দেন আরআরএফ’র প্রাক কর্মসংস্থান প্রকল্পের সমন্বয়কারী খালেদা নার্গিস।
কর্মশালার প্রথম দিন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এবং গ্রাফিক্স ডিজাইনের উপর প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে চাকরিদাতা প্রতিষ্ঠান মালিকদের সংযোগ করে দেয়া হয়। এ বিষয়ে চাকরিদাতা প্রতিষ্ঠানদের মধ্যে বক্তব্য দেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, অ্যাড প্রিন্টার্স এর পরিচালক তিতাস আহমেদ, সফিক লেজার পয়েন্ট এর পরিচালক নাঈম রেজা প্রমুখ।
কর্মশালায় প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ১০০ জন কর্মশালায় উপস্থিত ছিলেন।