নিজস্ব প্রতিবেদক
যশোরে প্রাণি সম্পদ প্রদর্শনী হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলা প্রানি সম্পদ দপ্তরের আয়োজনে শহরের শংকরপুরে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, আফিল গ্রুপের পরিচালক মাহবুব আলম লাভলু, যশোর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হাসান মিলন প্রমুখ।
দিনব্যাপী চলা এই প্রদর্শনীতে প্রায় অর্ধশত স্টলে বিভিন্ন প্রজাতির উন্নত জাতের গৃহপালিত প্রাণি ও পাখি প্রদর্শণ করা হয়। এসবের মধ্যে ছিল গাভী, বকনা, বাছুর, ষাঁড়, ছাগল, ভেড়া, দুম্বা, গাড়ল, হাঁস-মুরগি, ইমু পাখি, কবুতর, ময়না, টিয়া, ঘুঘু ইত্যাদি। প্রদর্শনীতে বিভিন্ন প্রাণীসহ প্রাণিসম্পদ প্রযুক্তি প্রতিষ্ঠান, এনজিও এবং দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
প্রদর্শণীতে তিনটি ক্যাটাগরিতে ১২টি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান গুলি হলো আফিল এগ্রো লিমিটেড, এস এস ডেইরি ফার্ম, আহনাফ এগ্রো ফার্ম, এবি পেট শপ, এআর এগ্রো, শরিফুল ইসলাম মনু, ফারহান পেটস গ্যালারী, এসিডিআই ভোকা, জয়নাল ডেইরি ফার্ম, অভিজিৎ রায়, যশোর পেট শপ, এসিআই জেনেটিক্স।