নিজস্ব প্রতিবেদক
যশোরে প্রেমিকাসহ ছয়জনের বিরুদ্ধে প্রেমিককে মারপিটের মামলায় এক আসামিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক মাহাবুর হোসেন বাহাদুরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তবে, সেই প্রেমিকা সুমাইয়াসহ অন্য ৫ আসামি পলাতক রয়েছেন। মামলা সূত্রে জানা যায়, বাহাদুরপুর আল মোহাম্মদ হাউজিং প্লটের তরিকুল ইসলাম স্থানীয় সাইকেল গ্যারেজে কাজ করত। এ সময় গ্যারেজে কাজ করতে গিয়ে আমিরুল ইসলামের মেয়ে সুমাইয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন আমিরুল। ৬ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে গ্যারেজে যাওয়ার পথে তরিকুলকে অপহরণ করে আসামিরা তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে আটকে রেখে এলোপাতাড়ি মারধর করে। পরে বিভিন্ন লোকমুখে খবর পেয়ে উজ্জ্বল হোসেন আসামিদের বাড়িতে গিয়ে ছেলেকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন এবং যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তরিকুলের বাবা উজ্জ্বল হোসেন ছয়জনের বিরুদ্ধে প্রথমে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে বুধবার কোতোয়ালি থানায় মামলা রেকর্ড করা হয়। এ মামলায় একজন আটক হলেও পলাতক রয়েছেন বাহাদুরপুর গ্রামের তেঁতুলতলার আমিরুল ইসলাম, তার মেয়ে সুমাইয়া খাতুন, স্ত্রী বিলকিস বেগম, আব্দুস সাত্তারের ছেলে সাহাবুর রহমান এবং আজিজ মোল্যার ছেলে নাজিম উদ্দিন।
