নিজস্ব প্রতিবেদক
যশোরে একটি প্লাইউড কারখানায় দুর্বৃত্তদের দেয়া আগুনে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একই সাথে ঘরবাড়ি ভাংচুর করা হয়েছে। গত ৬ আগস্ট সদর উপজেলার মধুগ্রামে এই ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী গোপাল চন্দ্র বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫/৩০ জনের কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, মধু গ্রামে তার একটি প্লাইউড কারখানা হয়েছে। সেখানে ৩০ জন মানুষ কর্ম করে জীবিকা নির্বাহ করেছেন। গত ৬ আগস্ট রাত ২টার দিকে অজ্ঞাতনামা ২৫/৩০ মুখোশধারী সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র লাঠিশোটা ও পেট্রোল নিয়ে প্রতিষ্ঠানে ঢুকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। একই সাথে ভাংচুরও করে। এসময় প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। এতে প্রতিষ্ঠানের ৩০ কর্মচারী মানবেতর জীবনযাপন করছে। এ ঘটনায় তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই অনুপ কুমার দাশকে দায়িত্ব দিয়েছেন।
এসআই অনুপ কুমার দাশ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোপাল চন্দ্রের প্লাইউডের কারখানায় আগুন দেয়া হয়েছে। এতে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।