নিজস্ব প্রতিবেদক
যশোরে জুই আক্তার (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে সদরের উসমানপুর এলাকায়। তিনি ওই এলাকার আক্কাস আলীর মেয়ে ও সদরের বসুন্দিয়া গ্রামের আবু সাইদের স্ত্রী।
মৃত জুই এর পিতা আক্কাস আলী জানান, চারমাস আগে সৌদি প্রবাসী বসুন্দিয়া গ্রামের আবু সাইদের সাথে জুইয়ের বিয়ে হয়। চলতি মাসের শুরুতে পুনরায় সৌদি চলে গেছেন সাইদ। জুইয়ের মানসিক সমস্যা থাকায় সে তার বাবার বাড়িতে ছিলো। পিত্রালয়ে জোহর নামাজ পর থেকে বিকেল ৪টার মধ্যে যেকোন সময় ঘরের মধ্যে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার রেজোয়ান উদ দারাঈন বিকেল ৪ টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে রোববার বিকেলে সদরের ফতেপুর ইউনিয়নের নালিয়া গ্রামে প্রবাসী স্বামীর সাথে অভিমান করে সান্তনা বেগম (৩০) নামের এক গৃহবধূ গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। তিনি ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোবারক হোসেনের স্ত্রী ও শহরতলীর ছোট শেখহাটি গ্রামের আতিয়ার রহমানের মেয়ে।
মৃত স্বজনরা জানান, মালয়েশিয়া প্রবাসী মোবারকের সাথে অভিমান করে নিজ ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে গলায় ফাস দিয়েছে স্ত্রী সান্তনা। পরে পরিবারের অনান্য সদস্যরা টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে রাত সাড়ে আটটার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে নিয়ে যায়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।