নিজস্ব প্রতিবেদক
চলতি মাসের প্রথম সপ্তাহে যশোর শহরের দড়াটানা ব্রিজ এলাকা, মুজিব সড়ক ও যশোর ২৫০ শয্যা জেনারেল বিশিষ্ট হাসপাতাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে যশোর পৌরসভা। তবে মাস যেতে না যেতেই একটা-দুইটা করে আবার দোকান বসতে থাকে। এতে আবারও আগের চিত্র ফিরে আসে। দীর্ঘদিন ধরে চলে আসা এই চোর-পুলিশ খেলা বন্ধে এবার যশোর পৌরসভা উচ্ছেদ অভিযানের পর দখল হওয়া যায়গা পুনঃদখল রোধে কমিউনিটি পুলিশের দায়িত্ব দেয়া হয়েছে।
শনিবার থেকে কাজ শুরু করেছে কমিউনিটি পুলিশের সদস্যরা। দুই শিফটে কাজ করবে কমিউনিটি পুলিশের ৮ সদস্য। সকাল ৮ থেকে দুইটা ও দুইটা থেকে ৮ পর্যন্ত কাজ করবে তারা।
শনিবার শহরের মুজিব সড়ক থেকে শুরু করে হাসপাতাল মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ করে। সেই সাথে যাতে এসব এলাকায় কোন দোকান বসতে না পারে তার জন্য দুই শিফটে কমিউনিটি পুলিশের দায়িত্ব দেয়া হয়েছে।
এদিনের উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন। অভিযান পরিচালনাকালে যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহম্মেদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহম্মেদ জানান, পৌরসভা নিয়মিত শহরের অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। তবে অভিযানের কিছুদিন পরই আবার দখল হয়ে যাচ্ছে। সেই জন্য পৌর প্রশাসক কমিউনিটি পুলিশের দায়িত্ব দেয়ার কথা বলেন। সেই মোতাবেক সকাল-বিকাল দুই শিফটে কমিউনিটি পুলিশ দায়িত্ব দেয়া হয়েছে। উদ্ধার হওয়া জায়গায় পুনঃদখল রোধে কাজ করবে কমিউনিটি পুলিশের সদস্যরা।
