নিজস্ব প্রতিবেদক
যশোরে এক বছরের ২ লাখ ১৮ হাজার মেট্রিক টন দুধ উৎপাদন হয়। এর বিপরীতে জেলায় চাহিদা রয়েছে ২ লাখ ৫২ হাজার মেট্রিক টন দুধের। দুধ উৎপাদন বৃদ্ধি করে এই ঘাটতি পূরণ করে অন্যান্য জেলায়ও সরবরাহের পরিকল্পনা রয়েছে প্রাণিসম্পদ বিভাগের। খামারিদের উদ্বুদ্ধ করার পাশাপাশি সমস্যা-সঙ্কট নিরসনেও কাজ করছে জেলা প্রাণিসম্পদ দপ্তর। আজ বৃহস্পতিবার বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।
জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে যশোর কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, পৌর মেয়র হায়দার গনি খান পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার আশেক সুজা মামুন, জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোশাররফ হোসেন।
খামারীদের মধ্যে বক্তব্য দেন, জয়নাল ডেয়ারির স্বত্বাধিকারী জয়নাল আবেদীন। আলোচনা সভার আগে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।