নিজস্ব প্রতিবেদক
নানা আয়োজনে যশোরে যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের গাড়িখানাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। এসময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আজ তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাস্তবায়নের পথে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে রেকর্ড উন্নয়ন হয়েছে।
গৃহহীনরা ঘর পাচ্ছে, জমি পাচ্ছে। যারা এক সময় স্বপ্ন দেখতে পারতো না; শেখ হাসিনার কল্যাণে দেশের অসহায় দরিদ্ররা স্বপ্ন দেখেছে। তাই শেখ হাসিনার এই উন্নয়ন ধরে রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি নাজমা ইমাম, প্রভাষিকা নাসিমা খাতুন নাসরিন, নাসিমা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন আফরোজ লিজা, সাংগঠনিক সম্পাদক রিনি খান, প্রচার সম্পাদক শাহানাজ পারভীন সমী প্রমুখ। এর আগে নেতাকর্মীরা শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ম্যুরাল চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন চৌরাস্তাতে যেয়ে শেষ হয়।