বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে যশোরে বর্ষবরণ উৎসব পর্ষদের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস। সোমবার সন্ধ্যায় সুরধুণী সঙ্গীত অ্যাকাডেমিতে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। এসময় যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটিও গঠিত হয়। এ কমিটির আরও সদস্য হলেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুণ অর রশিদ ও দিপঙ্কর দাস রতন।
বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রায় সেরা অংশগ্রহণকারীর পুরস্কার নির্বাচনের জন্য যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, চিত্রশিল্পী মফিজুর রহমান রুননু ও শামীম ইকবাল লিপনকে নিয়ে বিচারক উপকমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, যশোরের সকল সাংস্কৃতিক সংগঠনসহ জেলা প্রশাসন, প্রেসক্লাব যশোর ও যশোর ইনস্টিটিউট সম্মিলিতভাবে আগামী পহেলা বৈশাখ সকাল ৭ টা থেকে টাউন হল মাঠে বর্ষবরণ উৎসব এবং সকাল ৯ টায় মঙ্গল শোভাযাত্রা করবে। সংবাদ বিজ্ঞপ্তি