নিজস্ব প্রতিবেদক: যশোরের আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। বুধবার যশোর আঞ্চলিক কার্যালয়ে তিনি মতবিনিময় করেন।
সভায় অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতাব বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেবা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে হবে। কর্মমুখী শিক্ষা প্রোগ্রাম বাস্তবায়নে সবার দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করতে হবে। সব প্রতিষ্ঠানে সেবাবন্ধন কর্ম পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে বাউবি সেবা বাস্তবায়ন করা খুবই জরুরি। বাউবি কার্যক্রম বাস্তবায়ন হলে দেশ থেকে সহজেই অজ্ঞতা দূর করা সম্ভব হবে। ঘরে ঘরে শিক্ষার আলো জ্বলবে। শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের মানুষ পিছিয়ে পড়বে না।
মতবিনিময় সভায় যশোর আঞ্চলিক কর্মকর্তা বিষ্ণুপদ ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-আঞ্চলিক কর্মকর্তা নজরুল ইসলাম, মতিয়ার রহমান, বিদ্যুৎ কুমার বিশ্বাস, শামীমুর রহমান, মোস্তাফিজুল ইসলাম, আব্দুল মান্নান ও সহকারী আঞ্চলিক কর্মকতা শাহনাজ ফেরদৌস।