সংবাদ বিজ্ঞপ্তি
৭ জানুয়ারি প্রহসনের ডামি নির্বাচন বর্জন করায় যশোরের সর্বস্তরের জনগণকে অভিনন্দন জানিয়ে বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা নেতৃবৃন্দ মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করেছে। জোটের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যশোর জেলা কমিটির সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সভাপতি আবুল হোসেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিম উর রহমান, বাসদের জেলা নেতা আলাউদ্দিন প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ যশোর জেলা বিএনপির কর্মসূচিতে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপির প্রচারপত্র বিতরণে পুলিশের বাধা, লাঠি চার্জ ও জেলা আহ্বায়ক নার্গিস বেগমসহ নেতা-কর্মীদের উপর লাঠি চার্জের ঘটনা প্রমাণ করে ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী মত গ্রহণ করার সহিষ্ণুতা হারিয়েছে। ৭ জানুয়ারির নির্বাচনের ভিতর দিয়ে দেশে একদলী শাসন কায়েম করছে। আধুনিক ভাবে বাকশাল তন্ত্র কায়েম করছে। সরকার ও তাঁর আজ্ঞা বাহক নির্বাচন কমিশনারে কথা সত্য ধরলেও ৫৯% ভাগ মানুষ ভোট বর্জন করেছে। ভাত-ভোটের অধিকার হরণ করেছে। লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এক একজন এমপির হলফ নামা প্রমাণ করে কি পরিমান লুটপাট করেছে।

 
									 
					