নিজস্ব প্রতিবেদক: বাম গণতান্ত্রিক গণতান্ত্রিক নেতৃবৃন্দ বলেছেন- আওয়ামী লীগ সরকারের ওপর জনগণের আস্থা নেই। তারা লুটপাট-দুর্নীতিসহ ব্যাংক ডাকাতিতে ব্যস্ত রয়েছে। অন্যদিকে বিএনপিকে মানুষ সন্দেহ করে। বিএনপি নামের দলটিও যেনতেনভাবে রাষ্ট্রক্ষমতায় গিয়ে লুটপাট চালাতে চায়। কিন্তু বাম গণতান্ত্রিক জোট তা হতে দিতে দেবে না। জোটের লক্ষ্য ও উদ্দেশ্য যে ভিন্ন, তা জনগণের সামনে তুলে ধরতে হবে। ভোট ও ভাতের লড়াই জোরদার করার আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন- সর্বহারা শ্রেণির মানুষের ন্যায্যতা ও অধিকার প্রতিষ্ঠায় আমাদের ভূমিকা রাখতে হবে।
সোমবার বিকেলে যশোর আইনজীবী ভবন-২ এর হলরুমে বাম গণতান্ত্রিক জোট যশোর শাখা আয়োজিত কর্মী সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব কথা বলেন। যশোর জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক অধাপক আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সিপিবি’র সভাপতি শাহ আলম, বাসদের সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সম্পাদক ইকবাল কবির জাহিদ ও বাসদ নেতা শফিউদ্দিন কবির।
সভায় বাম গণতান্ত্রিক জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নিয়ে মতামত ব্যক্ত করেন। সভা সঞ্চালনা করেন জিল্লুর রহমান ভিটু।
নেতৃবৃন্দ ফ্যাসিবাদী সরকারের দুঃশাসন রুখে দিতে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে বলে জানান। তারা বলেন, তারমানে আ.লীগ সরকারকে তাড়িয়ে বিএনপি-জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় আনা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য নয় বলেও মন্তব্য করেন।