নিজস্ব প্রতিবেদক
বোমাবাজি, হামলা মামলা, আটক করে বিরোধী আন্দোলন ও জনমতকে থামিয়ে রাখা যাবে না। ভাত ভোট কাজের দাবিকে দাবিয়ে রাখা যাবে না। উন্নয়নের নামে লুটপাট, বিদেশে টাকা পাচার আজ জনগণের সামনে দিনের আলোর মত পরিষ্কার।
১৫ ও ১৬ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে জোটের মিছিলে হামলা মামলা আটকের প্রতিবাদে, নির্বাচনী তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও তদারকি সরকারের অধিনে নির্বাচনের দাবিতে রোববার সারা দেশে বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ কর্মসূচি পালন করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রেসক্লাব যশোরের সামনে থেকে জেলা বাম জোট বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটা শহর প্রদক্ষিণ করে আইনজীবী সমিতি মিলনায়তনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করে। সেখানে বক্তারা এসব কথা বলেন।
সমাবেশে বক্তব্য রাখেন জোটের জেলা সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু, সিপিবির জেলা সভাপতি এড. আবুল হোসেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিম উর রহমান, বাসদ মার্কসবাদীর জেলা সমন্বয়ক হাচিনুর রহমান ।
সমাবেশে নেতৃবৃন্দ শনিবার গভীর রাতে বিএনপি নেতা অমিত ইসলামের বাসভবনে বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।