নিজস্ব প্রতিবেদক
যশোরে মানববন্ধন ও শোক মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। রোববার সকালে প্রেসক্লাব যশোরের সামনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সারাদেশে হতাহতের ঘটনার বিচার ও রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায়ে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এ মানবন্ধন ও শোক মিছিল করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোটের যশোর জেলা নেতা জিল্লুর রহমান ভিটু, সিপিবি যশোর জেলা শাখার সভাপতি কমরেড আবুল হোসেন, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনুসহ অন্যান্যরা। মানববন্ধন শেষে এ ঘটনার প্রতিবাদে শহরে শোকর্যালি বের হয়।
মানববন্ধনে এসময় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, নিরীহ নিরস্ত্র ছাত্র-জনতাকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি করে হত্যা ও নির্যাতন নেককার জনক ঘটনা। যা একটা সভ্য রাষ্ট্রে মেনে নেওয়া যায় না। অতিলম্বে সারাদেশে ছাত্র-জনতার ওপর পুলিশ ও সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনার বিচার ও রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায়ে শেখ হাসিনার পদত্যাগের হুশিয়ারি দেন তারা।