নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের পূর্ববারান্দিপাড়া বটতলা থেকে একটি বার্মিজ চাকু ও একটি মোটর সাইকেলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো পূর্ববারান্দিপাড়া বৌ বাজার এলাকার আব্দুল রশিদের ছেলে মেহেদি হাসান মিতুল (২১) ও একই এলাকার আশরাফ আলীর ছেলে হোসেন (১৯)। দেশিয় অস্ত্রশস্ত্রসহ শক্তির মহড়া প্রদর্শন করে জনমনে আতংক ও ত্রাসসৃষ্টির অপরাধে এদেরকে আটক করা হয়। এ ঘটনায় সদর ফাঁড়ির এস আই মুহাম্মদ এজাজুর রহমান ওই দুইজনকে আসামি করে মঙ্গলবার মামলা করেন।
মামলায় তিনি বলেন, বারান্দি মোল্লাপাড়া কবরস্থান এলাকায় অবস্থানকালে গোপনে জানতে পারেন, পূর্ববারান্দিপাড়া বটতলা মোড়ে কতিপয় উঠতি বয়সি যুবক ক্ষমতার দাপট দেখানোর জন্য দেশি অস্ত্র শস্ত্র ও মোটর সাইকেল নিয়ে সমবেত হয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করছে। এই সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার্স ও ফোর্স মঙ্গলবার বিকেলে সেখানে উপস্থিত হই। পুলিশি উপস্থিতি টের পেয়ে দুই যুবক মোটর সাইকেল ফেলে দৌড়ে পালনোর সময় সঙ্গীয় অফিসার্স ও ফের্সের সহায়তায় ওই দুইজনকে আটক করা হয়। আটককৃতদের দেহ তল্লাশি করে হোসেনের প্যান্টের পকেট থেকে একটি বার্মিজ চাকু ও মেহেদি হাসান মিতুলের কাছ থেকে একটি ইয়ামাহা এফ জেড এস একটি কালো ও কমলা রঙের একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার আদালতে চালান দেয়া হয়।