নিজস্ব প্রতিবেদক: যশোর-খুলনা মহাসড়কে গড়াই পরিবহনের ধাক্কায় ইকবাল হোসেন (৩৩) নামের এক বিদুৎ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নয়ন (২৬) নামে একজন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে দশটার দিকে অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের মৃত রহিম মুন্সীর ছেলে ও আহত নয়ন একই গ্রামের মুজিবর রহমানের ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, খুলনা গামী যাত্রীবাহী বাস গড়াই (ঢাকামেট্রো ব-১৫-১১৯৯) যশোর গামী (যশোর-১৫-১৬৮৬) মোটরসাইকেল আরোহী দুইজনকে চাপা দিলে ঘটনাস্থলে ইকবাল নিহত হন।
গুরুতর আহত অবস্থায় নয়নকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থান অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত নয়নকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
এবিষয়ে অভয়নগর হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, গাড়ি আটক করা হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ, দুর্ঘটনার পর সড়কে বিট তৈরির দাবিতে এলাকাবাসী প্রায় ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা হাইওয়ে থানার ওসির হস্তক্ষেপে সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হয়
আরও পড়ুন: বর্ধিত মেয়াদ শেষের দিকে হলেও এখনো কাজ বাকি ৪০ শতাংশ
২ Comments
Pingback: ঝিনাইদহে মাঠ থেকে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার - দৈনিক কল্যাণ
Pingback: যশোরে ট্রাকচাপায় দুজন হতাহত - দৈনিক কল্যাণ