নিজস্ব প্রতিবেদক
যশোরে বাস-ট্রাকের সংঘর্ষে আব্দুস সামাদ (৩৫) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১০জন। বৃহস্পতিবার সকালে যশোর সদরের বন্দবিলার রাঘবপুর এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুস সামাদ মাগুরার মহম্মদপুর উপজেলার মৌসা গ্রামের তোয়াফ মোল্যার ছেলে।
আহতরা হলেন, একই শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে নাজমুল (৩০) ও শ্রীপুর উপজেলার টুঙ্গিপাড়া গ্রামের বাবর আলীর ছেলে ফারুক হোসেনসহ (৩৮) আরো অনেকে। নিহত ও আহতরা সবাই বাসের যাত্রী ছিলেন।
আহত নাজমুল ও ফারুক জানান, যশোর থেকে ছেড়ে আসা মাগুরাগামী যাত্রীবাহী লোকাল বাস সকালে রাঘবপুর এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীতদিক থেকে আসা মাছ ভর্তি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা অন্তত ১০ জন কমবেশি আহত হয়। এরমধ্যে গুরুতর আহত কয়েকজনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সামাদের মৃত্যু হয়। আহত অন্য বাসযাত্রীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে বারোবাজার হাইওয়ে থানা পুলিশ এসে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি আমাদের হেফাজতে রয়েছে। ঘাতক ট্রাক স্থানীয় শ্রমিক ইউনিয়নের সদস্যরা মাগুরায় আটকে রেখেছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।